এস এস এল সার্টিফিকেট কি?
আমরা ওয়েব ব্রাউজারে যখন বিভিন্ন সাইট ব্রাউজ করি তখন কি একটা বিষয় খেয়াল করেছেন? ব্রাউজারের এড্রেসবারে যেখানে ওয়েব সাইটের এড্রেস লেখা থাকে তার পাশে একটা তালার ছবি থাকে? নিচের ছবির মত-

আবার অনেক সাইটের পাশে থাকে না। সেক্ষেত্রে সেখানে Not secured লেখাটি দেখা যায়-

এই তালা মানে আপনার সাইট সিকিউরড। তালা নাই মানে নট সিকিউরড। আর এই সিকিউরিটি নিশ্চিত করার জন্য যে প্রটোকল ব্যবহার করা হয় সেটাই হল সিকিউরড সকেট লেয়ার বা সংক্ষেপে এস এস এল (SSL)। এটি একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিঙ্ক তৈরি করে।
আমরা কোন সাইটে লগ ইন করার জন্য ইউজারনেম আর পাসওয়ার্ড ব্রাউজারে টাইপ করে যখন এন্টার চাপি, তখন সেই ইউজার নেম আর পাসওয়ার্ডকে ব্রাউজার সার্ভারে পাঠায়। সার্ভার সেটা তার ডাটা বেজের সাথে মিলিয়ে দেখে আমাদের লগ ইন করার সুযোগ করে দেয়। এই যে ব্রাউজার আরে সার্ভারের মাঝের পথটুকু এখানে হ্যাকাররা সুযোগের সন্ধানে থাকে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চুরি করার জন্য।

এস এস এল সার্টিফিকেট ইনস্টল করা থাকলে আপনি যখন ইউজার নেম আর পাসওয়য়ার্ড দিবেন, তখন এস এস এল সার্টিফিকেট ইউজার নেম আর পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করে দেয় অর্থাৎ এলোমেলো বর্ণ বা সংখ্যা বা চিহ্নে রুপান্তরিত করে দেয়। এই এনক্রিপ্ট করা তথ্য সার্ভারে গিয়ে আবার ডিক্রিপ্ট বা আগের মত অবস্থায় ফিরে আসে। ফলে হ্যাকাররা মাঝের পথে তথ্য চুরি করলেও তাতে কোন লাভ হয় না। কেননা, ডিক্রিপ্ট করার উপায় শুধুমাত্র সার্ভারেই থাকে। ফলে আপনার ব্যক্তিগত সেনসেটিভ তথ্য সুরক্ষিত থাকে। চিন্তা করে দেখুন আপনার ব্যাংক একাউন্টের তথ্য যদি হ্যাকাররা পায় তাহলে কি হতে পারে!
এস এস এল সার্টিফিকেট কিনতে হয়। তবে হতাশ হওয়ার কিছু নেই। ফ্রিতেও পাওয়া যায়। যদিও ফ্রি জিনিসে কিছুটা দুর্বলতা তো থাকেই। তারপরেও যতটা সিকিউরিটি দেয় তাতে ছোটখাটো সাইটের জন্য যথেষ্ট।
আজ আমরা ফ্রিতে কীভাবে এস এস এল সার্টিফিকেট ইনস্টল করা যায় সেটাই দেখব।
ওয়ার্ডপ্রেসে ফ্রিতে এস এস এল সার্টিফিকেট ইনস্টল করার উপায়
প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন-

ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ড থেকে Plugins ট্যাবে ক্লিক করে Plugins পেজে যান-

Add New বাটনে ক্লিক করলে প্লাগইনের লিস্ট আসবে। সেখান থেকে Search Plugin বক্সে টাইপ করুন Really simple ssl


Activate বাটনে ক্লিক করে প্লাগইন একটিভেট করুন। তাহলে Really Simple SSL এর পেজে নিয়ে যাবে।

Activate SSL বাটনে ক্লিক করলেই এস এস এল সার্টিফিকেট একটিভ হয়ে যাবে। এরপরে আপনি আপনার সাইট ব্রাউজ করলে এড্রেস বারে তালার চিহ্ন দেখতে পাবেন। উপরের ছবিতে সবুজ গোল বাটনে দেখাচ্ছে যে আমার সাইটে অলরেডি একটা এস এস এল সার্টিফিকেট রয়েছে। আপনার সাইটের ক্ষেত্রে এটি হলুদ দেখাবে।
এস এস এল সার্টিফিকেট কেন ব্যবহার করবেন
আপনিই বলুন যদি কোন সাইট Note secured দেখায় তাহলে কি আপনি সে সাইটে ঢুকতে চাইবেন? কখনোই না। আপনি ধরেই নিবেন যে ওই সাইটে গেলে আপনার তথ্য হ্যাক হতে পারে বা ভাইরাস থাকতে পারে। অর্থাৎ এস এস এল সার্টিফিকেট আপনার ইউজারদের নিরাপত্তা দেবে সাথে আপনার সাইটের বিশ্বস্ততা দেবে যেটা আপনার সাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা ভিজিটরই সব। কাজেই দেরি না করে উপরের টেকনিক ফলো করে আপনার সাইটে এস এস এল সার্টিফিকেট একটিভেট করে নিন।
পেইড বা প্রিমিয়াম এস এস এল সার্টিফিকেট কখন ব্যবহার করব
যদি আপনার হিউজ ভিজিটর থাকে তাহলে আপনার সাইটের প্রতি হ্যাকারদের নজর থাকবে। কাজেই অনেক ভিজিটর আসে এমন সাইটের জন্য প্রিমিয়াম বা পেইড সার্টিফিকেট ব্যবহার করতে হবে।
ফ্রি এস এস এল সার্টিফিকেট কি আজীবন থাকে
যত দিন প্লাগইন থাকবে তত দিন পাবেন। তবে একটা নির্দিষ্ট সময় পরপর রিউনিউ করতে হবে। রিনিউ ফ্রি তেই করতে পারবেন।
ওয়য়ার্ডপ্রেস প্লাগইন ছাড়া কি অন্যভাবে এস এস এল সার্টিফিকেট এড করা যায়
যায়। অনেক ওয়য়েব সাইট আছে যারা ফ্রি সার্টিফিকেট দেয়। সবচেয়ে জনপ্রিয় হল Cloudflare । তবে ক্লাউডফ্লেয়ারের সার্টিফিকেট ব্যবহার করতে চাইলে আপনার সাইটকে আগে ক্লাউডফ্লেয়ারে যুক্ত করতে হবে।
এস এস এল সার্টিফিকেট ইনস্টল করেছি কিন্তু তারপরও Not Secured দেখাচ্ছে
আপনার ব্রাউজারের Cache ক্লিয়ার করে তারপর আপনার সাইট ব্রাউজ করুন।