ধরে নিচ্ছি আপনি আপনার সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন। এরপর সর্ব প্রথম যে কাজটি করতে হবে সেটি হল বিভিন্ন ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল করা।
সহজ ভাষায় বলতে গেলে, আমরা আমাদের এন্ড্রয়েড ফোনে যে বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, তেমনি ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগইন ব্যবহার করতে হয়। অর্থাৎ, প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাপ যা দিয়ে বিভিন্ন কাজ করা হয়। আপনার ফোনে যেমন ছবি দেখার জন্য Media/Image অ্যাপ আছে তেমনি ওয়ার্ডপ্রেস সাইটে ছবি দেখানোর জন্যও আলাদা প্লাগইন আছে।
ওয়ার্ডপ্রেসের জন্য হাজার হাজার ফ্রি বা পেইড ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে। আমরা আজ কীভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল, একটিভ বা রিমুভ করতে হয় তা শিখব।
শুরু করার আগে
আপনি যদি WordPress.com এ আপনার সাইট ফ্রি হোস্ট করেন তাহলে কোন প্লাগইন ইন্সটল করতে পারবেন না। এর জন্য আপনাকে তাদের প্রিমিয়াম/পেইড হোস্টিং নিতে হবে। অনেকেই বলে যে তাদের ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে প্লাগইন মেনু নেই। এর কারন হচ্ছে তারা WordPress.com এ সাইট হোস্ট করেছেন বা WordPress.com ব্যবহার করছেন। আপনাকে অবশ্যই আলাদা হোস্টিং কিনে WordPress.org থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে।
কীভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল করব
আপনার সাইটের ড্যাশবোর্ডে লগইন করুন। বাম পাশের মেনু থেকে Plugin এ ক্লিক করুন। Plugins বাটনে ক্লিক করলে প্লাগইন পেজ আসবে। এই পেজে আপনার সাইটে কি কি প্লাগইন ইন্সটল করা আছে তা দেখতে পাবেন।

Plugins পেজে Add new বাটনে ক্লিক করলে অনেক প্লাগ ইন দেখাবে।

ডান দিকের সার্চ প্লাগইন বক্সে (search plugins…) আপনি যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল করতে চান তার নাম লিখুন। পুরো নাম না লিখলেও চলবে। যেকোনো একটা শব্দ লিখলেই হবে।

যেমন আমি DW Question and Answer প্লাগইন ইন্সটল করব।

ইন্সটল বাটনে ক্লিক করলে প্লাগইন ইন্সটল শুরু হবে।

ইন্সটল হয়ে গেলে Activate বাটনে ক্লিক করে প্লাগইন একটিভেট করে নিতে হবে। প্লাগইন এক্টিভেট না করলে সেটা কাজ করবে না।

প্লাগইন ইন্সটল হয়ে গেলে নিচের ছবির মত পেজ আসবে অর্থাৎ প্লাগইন সঠিকভাবে ইন্সটল হয়েছে।

উপরের পদ্ধতিতে আপনি ফ্রি প্লাগইন গুলো ইন্সটল করতে পারবেন। প্রিমিয়াম বা পেইড প্লাগইন ইন্সটল করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরন করুন। প্রথমে প্লাগইন পেজে যান, তারপর Add New বাটনে ক্লিক করুন-

Add Plugins এর পাশে Upload Plugin বাটনে ক্লিক করুন।

Choose file বাটনে ক্লিক করে কম্পিউটারের যে ফোল্ডারে প্লাগিনের জিপ ফাইল আছে সেখান থেকে সিলেক্ট করুন।

প্লাগিনের জিপ ফাইল সিলেক্ট করে Open করুন।

এরপরে Install বাটনে ক্লিক করলে প্লাগইন ইন্সটল হবে।

প্লাগইন ইন্সটল হয়েছে। Activate Plugin এ ক্লিক করলে প্লাগইন Activate হবে।
প্লাগইন Deactivate এবং Delete করব কীভাবে
প্লাগইন ডিএকটিভেট এবং ডিলিট করতে চাইলে প্লাগইন পেজে যান-

প্লাগইন পেজে গিয়ে যে প্লাগিন ডিএক্টিভেট করতে চান তার নামের নিচে Deactivate বাটনে ক্লিক করুন। যেমন আমি Classic Editor deactivate করতে চাই।

প্লাগিন deactivate হইয়ে গেলে delete বাটন আসবে। পুনরায় যদি এক্টিভেট করতে চান তাহলে Activate বাটনে ক্লিক করলেই হবে। আর ডিলিট করতে চাইলে delete বাটনে ক্লিক করুন।

delete বাটনে ক্লিক করলে ব্রাউজারের উপরে Are you sure এই মেসেজ দেখাবে। এর মানে হচ্ছে আপনি সত্যিই কি ডিলিট করতে চান কিনা নাকি ভুলে হয়ে গেছে। Ok ক্লিক করলেই প্লাগিন ডিলিট হয়ে যাবে। আপনি যদি একসাথে একাধিক প্লাগইন ডিলিট করতে চান তাহলে প্রতিটি প্লাগইন সিলেক্ট করে (প্লাগ ইনের নামের পাশের বক্স চেক করে সিলেক্ট করতে হবে) উপরে Bulk Action এ ক্লিক করে Delete করুন।

নতুনদের জন্য উপরের দুইটি পদ্ধতিই ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটলের সব চেয়ে সহজ। কোন ধাপে না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন।