ডিরেক্টরি ইন্ডেক্সিং ওয়ার্ডপ্রেস সাইটের অন্যতম সমস্যা। অনেক সময় আমাদের ওয়র্ডপ্রেস সাইটের বিভিন্ন ডিরেক্টরি গুলো গুগলে ইন্ডেক্স হয়ে যায়। বিশেষ করে wp-include ডিরেক্টরিটি বেশি ইন্ডেক্স হতে দেখা যায়। ডিরেক্টরি ইন্ডেক্সিং সাইটের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। কাজেই আমাদের উচিৎ এই ডিরেক্টরি ইন্ডেক্সিং বন্ধ করা। আজ আমরা সি প্যানেল থেকে কিভাবে ডিরেকটরি ইন্ডেক্সিং বন্ধ করা যায় সেটাই শিখব।
কিভাবে বুঝব আমার সাইটের ডিরেক্টরি ইন্ডেক্সিং হচ্ছে
গুগলে গিয়ে লিখুন site:yoursite.com তাহলে আপনার কোন কোন পেজ ইন্ডেক্স হয়েছে তা দেখাবে। এখান থেকেই আপনি দেখতে পারবেন আপনার সাইটের কোন ডিরেক্টরি ইন্ডেক্স হয়েছে কিনা। নিচের ছবি দেখুন-

উপরের ছবি থেকে দেখা যাচ্ছে যে আমার বিবিধ সাইটের wp-includes ডিরেক্টরিটি ইন্ডেক্স হয়েছে। এবার আমরা এই ইন্ডেক্সিং বন্ধ করব। ইন্ডেক্সিং বন্ধ করার জন্য আপনার সি প্যানেলে লগ ইন করুন।

সি প্যানেলে লগ ইন হলে স্ক্রল করে নিচে গিইয়ে Advance খুজে বের করুন।

Advance থেকে Indexes বাটনে ক্লিক করুন।

সেখান থেকে public-html ফাইলে ক্লিক করে ঢুকুন। এই ফাইলেই আপনার সাইটের সব কিছু আছে।

wp-includes ডিরেক্টরির ডান দিকে Edit এ ক্লিক করুন। নিচের ছবির মত পেজ আসবে।

No Indexing সিলেক্ট করে Save এ ক্লিক করুন। তাহলেই আপনার wp-include ডিরেক্টরি আর গুগলে ইন্ডেক্স হবে না।
সাবধানতা
সি প্যানেলে কাজ করার আগে অবশ্য আপনার সাইটের ব্যাক আপ নিয়ে নিবেন। যেন কোন সমস্যা হলে আগের অবস্থায় ফিরে যেতে পারেন।
আপনার সাইটের নিরাপত্তা দেখার জন্য সব সময় এস এস এল সার্টিফিকেট ব্যবহার করুন।