আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পোস্ট ক্যাটাগরি তৈরি, রিনেম বা ডিলিট করতে চান?
পোস্ট ক্যাটাগরি আপনার সাইটের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মূলত ইউজার এক্সপেরিয়েন্স ভালো করতে সাহায্য করে। ইউজার এক্সপেরিয়েন্স সাইট র্যাংকিং এর একটা অপরিহার্য বিষয়। আপনার সাইট দিন দিন যত বড় হবে, যত গ্রো করবে, আপনার বিভিন্ন ক্যাটাগরি গুলো তখন রিনেম করতে হতে পারে। হয়ত কয়েকটা ক্যাটাগরি মিলে একটাতে মার্জ করতে হতে পারে। বা পুরাতন কোন ক্যাটাগরি ডিলিট করতে হতে পারে। এটা ওয়েব সাইট মেইনট্যান্যান্সের একটা স্বাভাবিক বিষয়।
ওয়েবসাইটের পোস্ট ক্যাটাগরি কি
ধরেন আপনার ওয়েব সাইটে আপনি বিভিন্ন চাকরির সার্কুলার পোস্ট করেন। চাকরি তো সরকারি, বেসরকারি, চুক্তিভিত্তিক, এনজিও, গার্মেন্টস বিভিন্ন ধরনের হয়। এখন কোন ইউজার বা চাকরি প্রার্থী যদি আপনার সাইটে ভিজিট করে তাহলে তার জন্য সব সার্কুলার একটা একটা করে দেখা কষ্টকর। একথা বিবেচনা করে আপনি যদি সরকারি চাকরিকে একটা কমন নামের ভিতরে নিয়ে আসেন, আর ইউজার যদি সেই নামে ক্লিক করে সব সরকারি চাকরি এক সাথে পেয়ে যায় তাহলে সুবিধাজনক না? এই কমন নামটাই হল ক্যাটাগরি বা পোস্ট ক্যাটাগরি।
আমার এই সাইটের শুরুতে পড়ালেখা নামের ক্যাটাগরি ছিল না। ছিল শিক্ষা এবং ভর্তি প্রস্তুতি নামের দুইটা ক্যাটাগরি। পরে আমি এই দুইটা ক্যাটাগরি মার্জ করে একটা পড়ালেখা নামের ক্যাটাগরি করেছি। কীভাবে নতুন ক্যাটাগরি তৈরি করা যায় এবং নামে চেঞ্জ করা যায় সেটাই আজ দেখব।
প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে লগইন করুন।

ড্যাশবোর্ডের বাম প্যানেল থেকে Post এর উপর ক্লিক করুন। ড্রপডাউন লিস্টে Categories এ ক্লিক করুন।

নিচের ছবির মত আসবে।

Add New Category এর নিচে Name এর ঘরে আপনি যে নামে ক্যাটাগরি করতে চান সেটা লিখুন। Slug এর ঘরে আপনার ক্যাটাগরির ইংরেজি শব্দ লিখুন। বাংলাও দিতে পারেন তবে বাংলা দিলে অনেক সময় ফন্ট ভেঙে যায় বা শব্দ ভেঙে যায়। আপনার ক্যাটাগরির নাম যদি একাধিক শব্দের হয় তাহলে একাধিক শব্দ ছোট হাতের অক্ষরে লিখবেন। মাঝে কোন হাইফেন বা অন্য কোন চিহ্ন দিবেন না।
যেমন আমার ক্যাটাগরির নাম হচ্ছে Tools Accessories। Tools Accessories আমি ক্যাটাগরির নামে লিখব আর স্লাগে লিখব tools accessories। এরপরে নিচে গিয়ে Add New Category তে ক্লিক করলেই আপনার নতুন একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে।
পোস্ট ক্যাটাগরি রিনেম করা
যে ক্যাটাগরি রিনেম করতে চাচ্ছেন তার উপর মাউসের কার্সর নিয়ে গেলে Quick Edit অপশন আসবে। কুইক এডিটে ক্লিক করুন।

Name এর ঘরে আপনি নতুন যে নাম দিতে চান সেটা লিখুন। অবশ্যই আগের নাম ডিলিট করে নিবেন। Slug এর কিছু চেঞ্জ করবেন না। স্লাগ চেঞ্জ করলে গুগল আগের ক্যাটাগরির ভিতরে যত পোস্ট ছিল তা আর খুজে পাবে না।


Update Category তে ক্লিক করলে আপনার ক্যাটাগরি রিনেম হয়ে যাবে। যেমন আমি Accessories থেকে রিনেম করে Tools Accessories করেছি।

উপরের পদ্ধতিতে শুধুমাত্র ক্যাটাগরির নেমই চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি রিনেমের পাশাপাশি ক্যাটাগরির ডিস্ক্রিপশন ও চেঞ্জ করতে চান তাহলে আপনাকে Edit অপশন দিয়ে করতে হবে। আগের মতই ক্যাটাগরির নামের উপর কার্সর নিলে Edit দেখাবে। Edit এ ক্লিক করুন।

এবার ক্যাটাগরির নাম চেঞ্জ করুন। নিচের দিকে গেলে Description অপশন পাবেন। সেখানে আপনি নতুন ডেস্ক্রিপশন দিতে পারবেন। এক্ষত্রেও Slug এর কিছু চেঞ্জ করবেন না। স্লাগ চেঞ্জ করলে গুগল আগের ক্যাটাগরির ভিতরে যত পোস্ট ছিল তা আর খুজে পাবে না।

নিচে গিয়ে Update এ ক্লিক করলেই আপনার ক্যাটাগরি আপডেট হয়ে যাবে।

পোস্ট ক্যাটাগরি ডিলিট করা
আপনি যদি কোন ক্যাটাগরি স্থায়ীভাবে ডিলিট করেত চান তাহলে উপরের মত ক্যাটাগরির নামের উপর কার্সর নিয়ে গেলে Delete অপশন পাবেন।

Delete ক্লিক করলে নিচের মত একটা ওয়ার্নিং দেখাবে। Ok তে ক্লিক করলেই ক্যাটাগরি ডিলিট হয়ে যাবে।

আপনি যদি মনে করেন ডিলিট না করে আগের ক্যাটাগরি রেখেই রিনেম করে নতুন ক্যাটাগরি করবেন। সেক্ষেত্রে নাম পরিবর্তনের সাথে সাথে Slug ও পরিবর্তন করে দিন। তাহলেই নতুন একটা ক্যাটাগরি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আগের ক্যাটাগরির (যেটাকে রিনেম করলেন) ইউ আর এল কে নতুন ক্যাটাগরিতে রিডাইরেক্ট করে দিন। তাহলে আর কোন এরর দেখাবে না।
ইউ আর এল রিডাইরেক্ট না করলে গুগল যখন আপনার সাইট স্ক্যান করবে তখন ঐ ইউ আর এল আর পাবে না। ফলে র্যাংকিং এ খারাপ প্রভাব পড়তে পারে।