বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় প্রফেশন। ছোট থেকে শুরু করে সকল তরুণা এই পেশা খুবই পছন্দ করে। কারণ ফ্রিলান্সিং পেশায় আপনার ইচ্ছা মত কাজ করতে পারবেন। কিন্তু আউটসোর্সিং করতে আপনার কিন্তু একটা ডিভাইসের প্রয়োজন হবে। ডিভাইস বলতে আপনি যে যন্ত্রটি দ্বারা, আউটসোর্সিং এর কাজ করবেন। ডিভাইসের মধ্যে রয়েছে কম্পিউটার ও ল্যাপটপ। আজকে আমরা জানবো আউটসোর্সিং এর জন্য কোন ল্যাপটপ ভাল ।
নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করে, তারা অনেক সমস্যায় পড়ে যায় এই ল্যাপটপ নিয়ে। তাদের এই সমস্যাটি দূর করতে চলে এলাম। ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভাল তা সবারই জানা প্রয়োজন। চলুন জেনে নেই আরও বিস্তারিত।
ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ
ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভাল এটা নির্ভর করে আপনার কাজের ওপর। ফ্রিল্যান্সিং জগতে অনেক সেক্টর রয়েছে। আপনি যে সেক্টরে কাজ করবেন, সেই কাজ অনুযায়ী ল্যাপটপ কিনতে হবে। আপনি যদি সাধারন ব্লগিং ও কন্টেন্ট রাইটিং এর কাজ করেন। এক্ষেত্রে একটা সাধারণ ল্যাপটপ হলেই চলবে।
কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এর কাজ শিখতে চান তখন কিন্তু এই সাধারন ল্যাপটপ দিয়ে কাজ চলবে না। আপনাকে ভালো কনফিগারের ল্যাপটপ কিনতে হবে। কারণ আপনি যখন ভিডিও এডিটিং করবেন, তখন সাধারণ ল্যাপটপ সেই কাজটার লোড নিতে পারবে না।
আপনি যদি শুধুমাত্র ফটোশপ দিয়ে গ্রাফিক ডিজাইনও করতে চান তাহলেও কমপক্ষে ৮ জিবি র্যাম, ২ গিগা হার্জ প্রসেসর লাগবে। যদিও বর্তমানের প্রসেসর গুলোতে গ্রাফিক্স মেমোরি দেয়া থাকে তবুও স্মুদ কাজ করতে চাইলে আপনাকে একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে হবে। সাথে কমপক্ষে ২৫৬ জিবি এস এস ডি কার্ড থাকতে হবে। এতো গেল মিনিমাম রিকোয়ারমেন্ট। সবকিছু স্মুদ রান করাতে চাইলে ১৬ জিবি র্যামের কোন বিকল্প নেই। সেই সাথে বড় একটা ডিসপ্লে লাগবে।
লার্জ ক্যাপাসিটির এস এস ডি না হলে আপনি আপনার প্রজেক্ট দ্রুত ড্রাইভে স্টোর করতে এবং প্রয়োজনের সময় দ্রুত এক্সেস করতে পারবেন না। এমন একটা ডিসপ্লে হতে হবে যেটা আপনার চোখের উপর চাপ ফেলবে না এবং অবশ্যই আপনার প্রজেক্টে ব্যবহার করা প্রতিটি কালার সঠিকভাবে ডিসপ্লে করার ক্ষমতা থাকতে হবে।
ল্যাপটপ নেয়ার পিছনে অন্যতম একটা যুক্তি হচ্ছে বিদ্যুৎ না থাকলেও কাজ করতে পারা। এ জন্য ও ভালো ব্যাটারি ব্যাকাপ আছে এমন ল্যাপটপ প্রয়োজন। আমাদের দেশে বিদ্যুতের যে অবস্থা তাতে ভালো ব্যাকাপ না দিতে পারলে হবে না।
এসব মাথায় রাখলে নিচের লেনোভোর ল্যাপটপটা দেখা যেতে পারে-
Lenovo IdeaPad Gaming 3i 15IMH Intel Core i5 10300H 15.6 Inch FHD IPS Display Onyx Black Gaming Laptop #81Y401ALIN-2Y
- RAM 8GB
- Generation 10th (Intel)
- Processor Type Intel Core i5
- Graphics Memory 4GB
- Display Size (Inch) 15.6
দাম- ৮৭ হাজার টাকা।
প্রয়োজনীয় সব ফিচারই এই ল্যাপটপটায় আছে। ৮ জিবি ডিডিআর ৪ র্যাম যা ৬৪ জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন।। ইন্টেল ১০ম জেনারেশন কোর আই ৫ প্রসেসর যার বেস ফ্রিকোয়েন্সি ২.৫ গিগা হার্জ। হাইপার থ্রেড করে ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি ৪.৫০ গিগা হার্জ পর্যন্ত পাওয়া যায়। যা মোর দ্যান এনাফ। প্রসেসরে ৮ মেগাবাই মেমরি রয়েছে যা আপনাকে একটা দারুন এক্সপেরিয়েন্স দেবে।
ল্যাপটপটিতে ২৫৬ গিগাবাইট NVMe PCIe এস এস ডি এর সাথে ১ টেরাবাইট হার্ডডিক্স দেয়া আছে। যা আপনার দ্রুত গতিতে কাজ করার সুবিধার পাশাপাশি যথেষ্ট পরিমানে স্টোরেজ সুবিধা দিচ্ছে।
ল্যাপটিতে ৪ জিবি Nvidia GTX 1650 Graphics ডেডিকেটেড গ্রাফিক্স মেমরি আছে। এক জিবিই যেখানে যথেষ্ট সেখানে ৪ জিবি মানে টর্নেডোর গতিতে ইমেজ বা ভিডিও প্রসেস করতে পারবেন।
একটাই সমস্যা এর কোন অপটিক্যাল ড্রাইব অর্থাৎ ডিভিডি ড্রাইভ নেই। অবশ্য এখন আর ডিভিডি ড্রাইভ কেউ ইউজও করে না।
১৫.৬ ইঞ্চি ডিসপ্লেতে FHD IPS LED Display ব্যবহার করা হয়েছ। ১২০ হার্জ রিফ্রেশ রেটে ভালো একতা এক্সপেরিয়েন্স পাবেন। সেই সাথে এতে এন্টি গ্লেয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছ ফলে উজ্জ্বল আলোতেও ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোন ঝামেলা পোহাতে হবে না।
ব্যাটারি ব্যাক আপ ৫ ঘন্টা প্লাস। যদিও আরও একটু বেশি হলে ভালো হত।
যদিও আমার কাছে দামটা অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু প্রসেসরের দাম যেভাবে বেড়েছে তাতে এই দাম খুব একটা বেশি না। ইউটিউবে বিভিন্ন রিভিউ দেখে এই ল্যাপটপের পারফরম্যান্স ভালোই মনে হচ্ছে।
যদিও আমি সব সময় ডেক্সটপের পক্ষে কিন্তু তারপরও যদি একান্তই ল্যাপটপ নিতেই হয় তাহলে লেনোভো আইডিয়া প্যাড গেমিং সিরিজটা বেশ ভালো একটা অপশন।