ব্যাড ব্যাকলিংক রিমুভ করব কেন
ব্যাকলিংক আমাদের ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সাইট র্যাংকিয়ের জন্য গুগল এখনো ব্যাকলিংক প্রোফাইল কে গুরুত্ব দেয়। যার ফলে আমরা চেষ্টা করি সব সময় ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক ক্রিয়েট করতে। কিন্তু তারপরও অনেক সময় আমাদের অজান্তে অন্যান্য সাইট আমাদের সাইটে ব্যাকলিংক করে থাকে। যা আমাদের সাইটের স্প্যাম স্কোর বাড়িয়ে দেয়। ফলে গুগলে আমরা র্যাংকিং হারাই, অনেক সময় পেনাল্টিও খাই। এজন্য ব্যাড ব্যাকলিংক রিমুভ করতে হয়।
ব্যাড ব্যাকলিংক রিমুভ করব কিভাবে
ব্যাকলিংক রিমুভ করতে চাইলে প্রথমে আমাদের সাইটে কত গুলো ব্যাকলিংক আছে এবং তাদের এড্রেস বের করতে হবে। ahrefs webmaster tools দিয়ে আপনি এটা সহজেই করতে পারবেন। প্রথমে আপনার ahrefs webmaster tools এর একাউন্টে লগইন করুন-
যদি আপনার ahrefs webmaster tools এর একাউন্ট না থাকে তাহলে আমাদের এই টিউটরিয়াল দেখে একাউন্ট করে নিন।

৭৬ টা ব্যাকলিংক দেখাচ্ছে। এর সব গুলোই যে ব্যাড ব্যাকলিংক তা কিন্তু নয়। Backlink এ ক্লিক করে লিস্ট বের করুন-

ডান দিকে উপরে Export এ ক্লিক করুন-

সব গুলো এক্সপোর্ট করে নিয়ে এক্সেল ফাইল টা ওপেন করুন।

ব্যাড ব্যাকলিংক রিমুভ করার সব চেয়ে সহজ উপায় হল আপনি যে লিংক রিমুভ করতে চান সেই সাইটের এডমিন কে লিংক রিমুভ করার জন্য রিকোয়েস্ট করে মেইল দেয়া।
অনেক সময় যেটা হয়ে থাকে, সাইট এডমিনরা মেইল দেখে না, বা রেসপন্স করে না। সেক্ষেত্রে আমরা Google Search Consol Disavow Link Tools ব্যবহার করে ব্যাড ব্যাকলিংক রিমুভ করতে পারি।
এজন্য প্রথমে আমরা যে ব্যাকলিংক গুলো রিমুভ করব সেগুলোর একটা লিস্ট তৈরি করব। লিস্ট করতে হবে txt ফাইলে। এ জন্য Dextop বা যেকোনো ফোল্ডারে মাউস রাইট ক্লিক করে একটা txt ফাইল ক্রিয়েট করুন। যেকোনো নাম দিয়ে সেভ করতে পারেন।

ফাইলটা ওপেন করুন। এরপর যে এক্সেল ফাইলে আপনার ব্যাকলিংক লিস্ট আছে সেখান থেকে যেই ডোমেইন/সাবডোমেইন Disavow করবেন সেটা কপি করুন। টেক্সট ফাইলে domain: লিখে এরপরে ওই ডোমেইন/সাবডোমেইনের লিংক পেস্ট করবেন। কোন প্রকার স্পেস রাখবেন না। যেমন উপরের ফাইল থেকে reyhana.pw আর domain.tntcode.com কপি করে টেক্সট ফাইলে পেস্ট করেছি। সেভ করুন।

গুগলে টাইপ করুন Google Disavow Tools –

লিংকে ক্লিক করলে আপনার সাইট যে জিমেইলের সার্চ কনসোলে আছে তাতে লগইন করতে বলবে-

লগইন করলে নিচের পেজ আসবে-

Select property তে ক্লিক করে আপনার সাইটের প্রোপার্টি সিলেক্ট করুন-

নিচের ছবির মত আসবে-

Upload disavow list এ ক্লিক করে আপনার লিস্ট টেক্সট ফাইলটা আপলোড করুন-

আপলোড করলেই আপনার ব্যাক লিংক গুলো গুগলের কাছে চলে যাবে। গুগল নেক্সট যখন আপনার সাইট ক্রল করবে তখন এই লিস্ট ধরে ঐ লিংক গুলোকে disavow করে দেবে।

আপনি চাইলে Cancel disavowals এ ক্লিক করে এটা বাতিল করতে পারবেন। চাইলে নতুন করে একটা লিস্ট রিপ্লেস করতে পারবনে replace এ ক্লিক করে। download list এ ক্লিক করে কত গুলো লিঙ্ক ডিসাভাও করা হয়েছে সেটা দেখতে পারবেন।