দিনের পুরো অংশটাকেই সুরভিত করে তুলতে পারে একটি মন মাতানো পারফিউম! রোজ রোজ আলাদা আলাদা মন মাতানো সুরভি যে কারো মনকেই উৎফুল্ল রাখে। যেকোনো সামাজিক অনুষ্ঠান বা চাকরির ভাইভায় ভালোমানের একটা পারফিউম আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। তবে অনেকেই এ-ব্যাপারে বেশ মুশকিলে পড়ে! বিশেষ করে সাশ্রয়ী দামে পারফিউম কেনার ব্যাপারে! এ-দিকটা মাথায় রেখে ছেলে ও মেয়ে উভয়ের জন্যই ১০০০ টাকার মধ্যে পারফিউম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থেকে পুরো বিষয়টিকে উপভোগ করবেন।
ছেলেদের ১০০০ টাকার মধ্যে পারফিউম
ছেলেরা পারফিউম-প্রেমী হবে না, এমন কি কখনো হয়! অবশ্যই না! ঝলসানো দিন কিংবা মৃদু-ঠান্ডা মোড়ানো দিন, কোনোটাই যেনো পারফিউম ছাড়া চলে না। ছেলে এবং মেয়েদের পারফিউম সাধারণত আলাদা হয়। সেই সাথে দামের ক্ষেত্রেও থাকে তারতম্য। এবার চলুন ছেলেদের কিছু ১০০০ টাকার মধ্যে পারফিউম সম্পর্কে জেনে নেওয়া যাক।
Christian Dior Sauvage Edt Vials 1 mL For Men
ক্রিশ্চিয়ান ডিওর সভেজ ইডিটি হলো ছেলেদের এমন একটি পারফিউম যার সুগন্ধ বেশ কড়া হয়। ল্যাভেন্ডার, গোলাপী মরিচ, ভেটিভার, প্যাচৌলি, জেরানিয়াম এবং এলিমির সাহায্যে তৈরিকৃত এই ছেলেদের পারফিউমের দাম খুবই সাশ্রয়ী! চলুন ক্রিশ্চিয়ান ডিওর সভেজ ইডিটি পারফিউম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক:

- এটি Christian Dior ব্র্যান্ডের একটি পারফিউম
- ছেলেদের ক্ষেত্রে এই পারফিউমটি প্রযোজ্য
- ১০০% আসল এই পারফিউমটি নেট ওজন হলো ১ মিলি.
- বর্তমানে এটির বিভিন্ন রঙের ভার্সন পাওয়া যাবে
- এর দাম মাত্র ৩৭৫৳।
Valentino Uomo Intense EDP for Men

ভ্যালেন্টিনো উওমো ইনটেনস ইডিপি হলো আরেকটি জনপ্রিয় ম্যান পারফিউম। যার সুরভি একজন পুরুষ খুব সহজেই দিনের পুরো অংশে উপভোগ করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই পারফিউমটি বাংলাদেশের যেকোনো অঞ্চলে খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। ফলে পারফিউম-প্রেমী হিসেবে পকেটের অবস্থা নিয়ে খুব একটা চিন্তা করবার প্রয়োজন পড়বে না। যাইহোক ভ্যালেন্টিনো উওমো ইনটেনস ইডিপি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিচে দেওয় হলো:
- এই পারফিউমটির বেইজ নোট হলো কালো চামড়া এবং সাথে ভ্যানিলা বিন
- এটি একটি দীর্ঘক্ষণ ধরে কাজ করা পারফিউম
- একধরনের ক্যারিশম্যাটিক ঘ্রাণের সাথে একটি ন্যাচারাল আভা সৃষ্টি করে পারফিউমটি
- পারফিউমটি ৫ মিলি. এর দাম হলো মাত্র ৭২৫ টাকা।
Davidoff Cool Water For Men EDT
ডেভিডফ কুল ওয়াটার কোলোন ইডিটি হলো একটি মেইল পারফিউম। যা ১৯৮৮ সালে পিয়ের বোর্ডন তৈরি করেছিলেন। এতে রয়েছে সমুদ্রের জল, ল্যাভেন্ডার, রোজমেরি, ক্যালোন, ধনে, পুদিনা এবং সবুজ সূক্ষ্মতার আভা। চলুন ডেভিডফ কুল ওয়াটার কোলোন ইডিটি সম্পর্কে আরো তথ্য জেনে নেওয়া যাক:
- পারফিউমটিতে রয়েছে জেরানিয়াম, নেরোলি, জেসমিন এবং চন্দন কাঠে সুবাস
- একটি শীতল নীল কাঁচের বোতলে পারফিউমটি সংরক্ষণ করা থাকে
- টাটকা সুরভির এই পারফিউমটির ৫ মিলি. এর দাম মাত্র ২২০৳
Versace Eros EDT for Men
ভার্সেস ইরোস ইডিটি ফর ম্যান এমন একটি পারফিউম যাতে রয়েছে এক ধরণের ক্ষয়িষ্ণু সুগন্ধি। সেই সাথে থাকছে একটি ম্যানলি সুগন্ধের আবেশ। পারফিউমটি তৈরিতে ব্যবহার করা হয়েছে পুদিনা তেল, খাস্তা ঝিঙে ফল, সবুজ আপেল এবং ইতালিয়ান লেবুর সাথে জেরানিয়াম ফুলের সুবাস। চলুন আরো কিছু জানা যা এ-সম্পর্কে:
- ব্যবহারের পর সারাদিন আপনার ত্বকে লেগে থাকবে পারফিউমটি
- ১০০% খাঁটি এই পারফিউম
- পারফিউমটি আপনাকে ফ্রেশ অনুভূতি প্রদানে সাহায্য করবে
- পারফিউমটির সর্বমোট ৫ মিলি. এর দাম মাত্র ৪৫০৳
Giorgio Armani Acqua Di Gio Profumo
জর্জিও আরমানি অ্যাকুয়া ডি জিও প্রোফিউমো ২০১৫ সালের দিকে চালু হয়েছে। এই পারফিউমটিকে সাধারণত ভূমধ্যসাগরের তীব্র ঢেউয়ের সাথে মিশে যাওয়া কালো পাথরের সতেজতার প্রতীক হিসেবে ধরা হয়। আপনিও কি চান এই পারফিউম কিনতে? চলুন তবে এ-সম্পর্কে কিছু তথ্য জানা যাক:
- পারফিউমটি জর্জিও আরমানি ব্র্যান্ডের
- এটিতে রয়েছে একটি মার্জিত বায়বীয় ঘ্রাণ
- রোজমেরি এবং জেরানিয়ামের ফ্লেভার রয়েছে পারফিউমটিতে
- শতভাগ খাঁটি পারফিউমটি ৫ মিলি. এর দাম মাত্র ৫৮০৳
মেয়েদের ১০০০ টাকার মধ্যে পারফিউম
ছেলেদের ১০০০ টাকার মধ্যে পারফিউম সম্পর্কে তো জানা গেলো। আশা করি বিভিন্ন লোকাল মার্কেটে কিংবা যেকোনো অনলাইন পারফিউম হাউজে এসব পারফিউম পেয়ে যাবেন! এবার আসি মেয়েদের পারফিউমের ব্যাপারে। যেসব নারী ১০০০ টাকার মধ্যে পারফিউম খুঁজছেন আজকের আর্টিকেলের এই অংশটি কেবল তাদের জন্যই।
Yardley London Lavender Perfume

বলে রাখা ভালো ইয়ার্ডলে লন্ডন একটি স্বনামধন্য ব্র্যান্ড। হয়তো পারফিউম-প্রেমীরা পূর্বেই এই কোম্পানি সম্পর্কে জানেন কিংবা অন্ততপক্ষে নামটা হলেও শুনেছেন! এই ব্রান্ডের পারফিউম মান এবং দামের দিক দিয়ে জগত জোড়া খ্যাতি কুড়িয়েছে! আরো জানতে নিচের দিকে লক্ষ্য করুন:
- এই পারফিউমটিতে রয়েছে ল্যাভেন্ডারের সুগন্ধ
- পারফিউমটির আলাদা আবেদন ক্ষমতা যেকোনো ব্যবহারকারীকে ঘায়েল করতে সক্ষম
- বেশ কড়া না হওয়ায় এর হালকা সুগন্ধি আপনার মন ভরিয়ে তুলবে
- পারফিউমটির দাম মাত্র ৮৪৯৳
Rosasi Blue Lady Women Perfume

রোসাসি ব্লু লেডি ওমেন পারফিউম সে-সব নারীদের জন্য সেরা যারা কোনো পার্টিতে যাবার আগে পারফিউম দিতে পছন্দ করেন। খানিকটা পারফিউম দিতে পারলেই হয়। এর বেশিকিছুর দরকার পড়ে না। সেই সাথে যারা পারফিউমের উপর ফিদা হওয়ার পরও অতিরিক্ত দামের অভাবে কিনতে পারেন না তাদের জন্য অনেক বড় সুযোগ। কেননা খুবই সাশ্রয়ী দামে বাংলাদেশের যেকোনো স্থানে পাওয়া যাবে পারফিউমটি। চলুন পারফিউমটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক:
- পারফিউমটিতে রয়েছে গোলাপ আর জুঁই ফুলের সুগন্ধ
- পারফিউমির বোতলে এবং পারফিউমে বেগুনি রংকে প্রাধান্য দেওয়া হয়েছে
- পারফিউমটির ঘ্রাণ খুবই কড়া
- পারফিউমটি মাত্র ৮৫২৳ তে পাওয়া যাবে
Regazza Femme Parfume Spray Cologne Passion
এটি তৈরি করা হয় ১৯৮০ সালের দিকে মূলত ইন্দোনেশিয়াতে। সেই দেশের একজন পারফিউম-প্রেমীর স্ত্রীর নামে নামকরণ করা হয় এই পারফিউমটির। পরবর্তীতে ২০০৩ সালের দিকে পারফিউমটিকে আপডেট করা হয়। খুবই আধুনিক একটি সুগন্ধ থাকছে এতে। অফিস থেকে শুরু করে পার্টি বিভিন্ন প্রয়োজনে যেকেউ এই পারফিউমটি ব্যবহার করতে পারে। চলুন এই উচ্চমানের এবং নিরাপদ লেডি পারফিউম সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক, যাতে পারফিউমটি কিনতে আপনাকে কোনো বেগ পেতে না হয়:
- পারফিউমটির বোতলে মোট ১০০ মিলি. এর মতো পারফিউম থাকবে
- এটি মূলত একটি পারফিউম স্প্রে
- এতে একটি কড়া এবং মিষ্টি সুগন্ধ রয়েছে
- শতভাগ খাঁটি এই পারফিউমটি বর্তমান মূল্য মাত্র ৬৮০৳
Species Perfume for Women
স্পেসিয়াস পারফিউম ফর উইমেন! পারফিউমটির নাম দেখেই হয়ত বুঝতে পারছেন এটি একটি লেডি পারফিউম। সকালের সাজের একটি ফিনিশিং টাচ কিংবা সন্ধ্যের কোনো পার্টি…যেকোনো কাজেই ব্যবহার করা যাবে এই পারফিউম। মূলত ফুলের পাপড়ি, ভেষজ এবং মশলার মতো প্রাকৃতিক উপাদান থেকে নিষ্কাশিত তরল পদার্থ দ্বারা তৈরি করা হয়ছ এই পারফিউমটিকে। পারফিউমটির জনপ্রিয়তার পেছনে কারণ হিসেবে সবচেয়ে বেশি কাজ করে এর আত্মা সতেজ করা সুগন্ধি! চলুন আরো জেনে নেওয়া যাক:
- পারফিউমটি পুরোপুরি অ্যালকোহল থেকে মুক্ত
- দীর্ঘস্থায়ী এবং সুগন্ধ ছড়ায়
- বহনে কোনো জটিলতা নেই
- পারফিউমটির মূল্য মাত্র ৭৪০৳
Cool Aqua Pocket Perfume For Women
এই পারফিউমটির সবচেয়ে বড় সুবিধা হলো এটি পকেটে নিয়েই বয়ে বেড়ানো যায়। সারাদিন আপনাকে ফ্রেশ ফিলিংস দিতে প্রস্তুত এই পারফিউমটি। সহজেই আপনার পকেটে ফিট থাকবে ১৮ মিলির এই ছোট্ট পারফিউম বোতলটি। একটি অন্যরকমের মার্জিত সুবাস পেতে চাইলে পারফিউম সংগ্রহে রাখতে পারেন। তবে তার আগে যা জেনে নিতে পারেন:
- এটি একটি স্প্রে জাতীয় পারফিউম
- পারফিউমটি আপনাকে ২৪ ঘন্টা সতেজতা প্রদানে সক্ষম
- এতে উচ্চতর সুগন্ধি ডোজ ব্যবহার করা হয়েছে
- বাংলাদেশে এর দাম মাত্র ২৫৫৳
ইতি কথা
দেশী ও বিদেশী ব্র্যান্ডের ছেলে-মেয়ে উভয়ের ১০০০ টাকার মধ্যে পারফিউম সম্পর্কে তো জানলেন! এবার চট করে কিনে ফেলার পালা! আশা করি পরবর্তীতে পারফিউম কিনতে গিয়ে পকেট কিংবা ব্যাগের নাজুক অবস্থা আপনাকে হতাশ করবে না। কেননা সাশ্রয়ী দামের মধ্যে থাকা বিভিন্ন পারফিউম সম্পর্কে ইতিমধ্যেই আপনি জেনে গেছেন!