ছাদ বাগানে ড্রাগনফল চাষ।
বর্তমানে ড্রাগনফল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যশোরে এখন পেয়ার আর সবজির পাশাপাশি ড্রাগনফল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা যারা শহরে থাকি তাদের তো আর চাষ করার মত জমি নেই। ছাদে বা নিজের বারান্দায় আমরা আমাদের শখ মিটাই। আজ আমরা কীভাবে ছাদে টবে ড্রাগনফল চাষ করা যায় তাই শিখব। ড্রাগনফলের পুষ্টিগুণ ছাদ বাগানে ড্রাগনফল লাগানোর আগে…