ইন্টারনেটে অনেক সাইট হেলথ চেকার আছে। কোন গুলো ফ্রি অনেক গুলো পেইড। আমরা যারা নতুন শুরু করি তাদের এত বাজেট থাকে না। ফলে আমরা ফ্রি টুলস খুজি। আপনি নেটে free website health checker লিখে সার্চ দিলে অনেক অপশন আসে। আজ আমরা সেরকম একটা টুলস নিয়ে আলোচনা করব। এটা ফ্রি আর বেশ কার্যকর।
আমারা যারা ব্লগিং করি তাদের সাইট হেলথ নিয়ে চিন্তার শেষ নেই। গুগল সার্চ কন্সোলের কোর ওয়েব ভাইটালস ঠিক আছে কিনা, পেজ ঠিকঠাক লোড নিচ্ছে কি না, খারাপ ব্যাকলিংক হচ্ছে কি না, ব্রোকেন লিংক আছে কিনা, ওয়েবসাইট সিকিউরিটি ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সাইটে পোস্টের সংখ্যা যত বাড়তে থাকে তত সমস্যা বাড়ে।
ahrefs webmaster tools
ব্লগিং করি আর ahrefs এর নাম জানি না এমন লোক খুজে পাওয়া কঠিন। কিওয়ার্ড রিসার্চের জন্য তুমুল জনপ্রিয় একটি টুলস এটি। এর একটি ওয়েব মাস্টার টুলসও আছে যা দিয়ে সাইটের হেলথ ফ্রি চেক করা যায়। নিচের ছবি দেখুন-

সাইটের হেলথ স্কোর, আপনার ডোমেইনের রেটিং কত, কত গুলো ব্যাকলিংক আছে, আপনার সাইটের অরগানিক ট্রাফিক কত, অরগানিক কিওয়ার্ড কত গুলো ধরেছে, কোন দেশ থেকে কত গুলো কিওয়ার্ড ধরেছে সব আপনি দেখতে পাবেন এখানে।
Health Score এ ক্লিক করলে আপনার সাইটের বিস্তারিত জানতে পারবেন।

Issues distribution এ ক্লিক করে এরর আর ওয়ার্নিং গুলো দেখতে পারবেন।

উপরের ছবিতে দেখুন আমার সাইটের কি কি মিসিং আছে সব দেখাচ্ছে। ৫৬টা ইমেজের অল্টার ট্যাগ নেই। কোন ছবিতে যদি অল্টার ট্যাগ মিসিং থাকলে সেটা আপনি দেখতে পেতেন, সেটা ধরে আপনি অল্টার ট্যাগ বসাতে পারতেন। মোট কথা এই রিপোর্ট আপনার সাইটের ইউজার এক্সপেরিয়েন্স এবং এসইও ভালো করতে সাহায্য করবে।
চলুন আমরা আজ সাইট কীভাবে ahrefs webmaster tools এ সাইট এড করব সেটা দেখি। এ জন্য আপনার একটা গুগলে ভেরিফায়েড/ইন্ডেক্সড বা ওনারশীপ ভেরিফায়েড সাইট লাগবে। আপনার যে জিমেইলে ওনারশীপ ভেরিফাই করেছেন সেই জিমেল একাউন্ট দিয়ে একাউন্ট খুলব।
ahrefs webmaster tools এ সাইট এড
free website health checker হিসেবে ahrefs webmaster tools আমার বেশ ভালো লাগে। এটা বেশ জনপ্রিয়। আপনি মোবাইল দিয়েই প্রতিদিন আপনার সাইটের হেলথ চেক করতে পারবেন।
গুগলে সার্চ করুন ahrefs webmaster tools

ক্লিক করে ঢুকলে নিচের পেজ পাবেন-

Sign up for free তে ক্লিক করুন।

Sign up with google এ ক্লিক করুন। আপনি চাইলে ফেসবুক দিয়ে বা আপনার অন্য ইমেইল আইডি দিয়েও একাউন্ট খুলতে পারবেন। তবে যে ইমেইলে আপনার সাইট ওনারশীপ ভেরিফাই করা আছে সেই জিমেইল দিয়ে একাউন্ট খুললে ঝামেলা কম হয়। Terms and condition এ ক্লিক করে নিতে ভুলবেন না যেন।

আপনার জিমেইল আইডি দিয়ে পরবর্তী/Next এ ক্লিক করুন।

পাসওয়ার্ড দিন। যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকে তাহলে নিচের ছবির মত আসবে-

অথেন্টিক্যাশন কমপ্লিট হলে নিচের ছবি আসবে-

আপনার একাউন্ট ক্রিয়েট হয়েছে। এখন Create project এ ক্লিক করুন-

সার্চ কনসোল থেকে ইমপোর্ট করতে হবে। ম্যানুয়ালি করা যায় তবে ঝামেলা অনেক। Import এ ক্লিক করুন-

সার্চ কন্সলের মেইল আইডি দিন। উপরে আমার আইডি আগে থেকেই ছিল। নতুনদের ক্ষেত্রে আইডি দিতে বলবে-

গুগলের তিনটা এক্সেস ডিফল্ট থাকে বাকি দুইটাও দিয়ে দিবেন। অর্থাৎ মোট পাঁচটা সার্ভিসে আপনি এক্সেস দিবেন। এর মধ্যে যেন অবশ্যই সার্চকন্সোলের ডাটা ইম্পোর্ট করার এক্সেস থাকে। কন্টিনিউয়ে ক্লিক করুন-

আপনি যে সাইটটা এড করতে চান সেটা রেখা বাকি গুলো আনমার্ক করে দিন। তারপর Import এ ক্লিক করুন-

আপনার সাইট এড হয়ে গেছে। Starting crawl মানে ওয়েব মাস্টার আপনার সাইট ক্রল করতে শুরু করেছে। সাইট ছোট হলে সাধারনত ৫ মিনিটের মধ্যেই ক্রল করা শেষ হয়। বাই ডিফল্ট প্রতি সপ্তাহে একবার সাইট ক্রল করা সেট করা থাকে আপনি চাইলে সেটি প্রতি দিনেও করতে পারবেন। এজন্য আপনার প্রোফাইলে ক্লিক করুন-

একাউন্ট সেটিংসে ক্লিক করুন।

প্রজেক্টে ক্লিক করুন। নিচের ছবির মত আসবে-

সাইট অডিটে ক্লিক করুন। ডান দিকে আপনি চাইলে আপনার প্রজেক্ট নেম চেঞ্জ করতে পারবেন। এটা বাই ডিফল্ট আপনার সাইটের এড্রেসে ক্রিয়েট হয়।

নিচের ছবির মত আসবে-

Weekly তে ক্লিক করে Daily তে চেঞ্জ করে নিন। তারপর Save এ ক্লিক করলেই হবে।

উপরের মেনু থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যান-

free website health checker দিয়ে সার্চ কন্সোল ডাটা চেক করা
আপনি চাইলে এখান থেকেই সার্চ কন্সোলের ডাটা চেক করতে পারবেন।

Overview এর পাশে GSC performance এ ক্লিক করুন-

সার্চ কন্সোলের ডাটা চেক করতে পারবেন। অন্যান্য আরও free website health checker রয়েছে। তবে ahrefs টা সবচেয়ে অথেনটিক ডাটা পাওয়া যায়।
free website health checker দিয়ে কীওয়ার্ড রিসার্চ
আপনি চাইলে এই ওয়েব মাস্টার টুলস দিয়ে কীওয়ার্ড ও রিসার্চ করতে পারবেন। ড্যাশবোর্ড থেকে Organic Keywords এ ক্লিক করলে আপনার সাইট কি কি কিওয়ার্ড ধরেছে সব দেখাবে। সেখান থেকে যে কিওয়ার্ড গুলো দিয়ে আপনি ফুল আর্টিকেল দেন নি সেগুলো দিতে পারবেন। এখান থেকে আপনি আপনার কিওয়ার্ড র্যাংক ও দেখতে পারবেন।
free website health checker কি অথেন্টিক রেজাল্ট দেয়
পেজ স্ট্রাকচার অন্যান্য ইস্যু গুলো অথেন্টিক রেজাল্ট দেয়। তবে কিওয়ার্ড এর সার্চ ভলুম গুগল সার্চ কন্সোলের সাথে মেলে না।